বাড়িতে বসেই WhatsApp থেকে ডাউনলোড করুন আপনার Aadhaar Card, দেখে নিন সম্পূর্ণ প্রক্রিয়া

WhatsApp থেকে এখন সহজে ডাউনলোড করুন আপনার Aadhaar Card, MyGov Helpdesk চ্যাটবট দিয়ে কয়েক মিনিটেই পেয়ে যাবেন PDF।

By Akash

Published On:

Follow Us

🕓 1 min read

By Akash

Published On:

🕓 1 min read

Follow Us
Person downloading Aadhaar Card on WhatsApp

বড় সুখবর! এখন আর UIDAI ওয়েবসাইট বা আলাদা অ্যাপ ঘেঁটে সময় নষ্ট করতে হবে না। WhatsApp Aadhaar Download পরিষেবার মাধ্যমে কয়েক মিনিটে বাড়িতে বসেই পেয়ে যাবেন আপনার আধার কার্ডের কপি। এই সুবিধা চালু করেছে MyGov Helpdesk চ্যাটবট, যা সাধারণ মানুষের জন্য একদম সহজ এবং নিরাপদ।

কী কী লাগবে

এই পরিষেবা ব্যবহার করতে চাইলে আপনার প্রয়োজন হবে:

  • 12-অঙ্কের আধার নম্বর
  • আধারের সাথে লিঙ্ক থাকা মোবাইল নম্বর, যেখানে OTP আসবে

WhatsApp Aadhaar Download প্রক্রিয়া

  1. প্রথমে আপনার ফোনে +91 9013151515 নম্বরটি সেভ করুন (MyGov Helpdesk)।
  2. WhatsApp এ গিয়ে ওই নম্বরে Hi লিখে পাঠান।
  3. মেনু থেকে DigiLocker Services → Aadhaar Card সিলেক্ট করুন।
  4. আপনার Aadhaar Number দিন এবং আসা OTP প্রবেশ করান
  5. OTP ভেরিফাই হলে সঙ্গে সঙ্গে PDF ফরম্যাটে আধার কার্ড চ্যাটেই পেয়ে যাবেন।

ডাউনলোড করা ফাইলটি পাসওয়ার্ড-প্রটেক্টেড থাকবে। পাসওয়ার্ড হলো আপনার নামের প্রথম ৪ অক্ষর (ক্যাপিটাল লেটারে) এবং জন্মসাল। যেমন, নাম যদি ANKIT আর জন্মসাল 1995 হয়, তবে পাসওয়ার্ড হবে ANKI1995

আরও কী সুবিধা পাবেন

MyGov Helpdesk থেকে শুধু আধার নয়, PAN Card, Driving Licence, গাড়ির RC এবং CBSE Marksheet ডাউনলোডের সুবিধাও পাওয়া যাবে।

👉 তাই আর দেরি না করে আজই ট্রাই করে দেখুন WhatsApp Aadhaar Download পরিষেবা। এখন আধার কার্ড পাওয়া যাবে একেবারে হাতের মুঠোয়।

এই তথ্যটা কাজে এলে শেয়ার করুন, কমেন্টে জানিয়ে দিন কোন স্টেপে সাহায্য লাগছে, আর নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন। দ্রুত আপডেট পেতে আমাদের WhatsApp গ্রুপে যোগ দিন। স্ক্রিনের ডান দিকে অথবা পোস্টের শুরুতেই জয়েন লিঙ্ক দেখতে পাবেন।

Hello! I’m Akash, a dedicated content writer focused on government schemes and public welfare updates. I specialize in breaking down complex policies into simple, easy-to-understand articles that help people know their eligibility, benefits, and application process. My goal is to make every Sarkari Yojana accessible to all.

You Might Also Like

Leave a Comment

Join WhatsApp Channel