RRB NTPC UG Result 2025, 12th Level CBT 1 Merit List ও Scorecard @rrbcdg.gov.in

RRB NTPC UG Result 2025 নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে প্রকাশ পাবে। প্রার্থীরা অনলাইনে Scorecard ও Merit List চেক করতে পারবেন।

By Akash

Published On:

Follow Us

🕓 1 min read

By Akash

Published On:

🕓 1 min read

Follow Us
RRB NTPC UG Result 2025 CBT 1 Merit List and Scorecard

বড় সুখবর! রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) খুব শীঘ্রই প্রকাশ করতে চলেছে RRB NTPC UG Result 2025। যারা এই বছরের আন্ডারগ্র্যাজুয়েট লেভেলের (12th Level) নিয়োগ পরীক্ষায় অংশ নিয়েছেন, তাঁদের জন্য এটি এক গুরুত্বপূর্ণ আপডেট। অফিসিয়াল রেজাল্ট লিংক পাওয়া যাবে সংশ্লিষ্ট RRB-এর ওয়েবসাইটে – যেমন rrbcdg.gov.in

RRB NTPC UG Result 2025 কবে প্রকাশিত হবে

বোর্ডের তথ্য অনুযায়ী, RRB NTPC UG CBT 1 Result 2025 প্রকাশ হতে পারে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে। এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ৭ই আগস্ট থেকে ৯ই সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত, সারাদেশের বিভিন্ন কেন্দ্রে।

পরীক্ষার সংক্ষিপ্ত বিবরণ :

বিষয়বিস্তারিত তথ্য
পরীক্ষার নামRRB NTPC UG CBT 1 Exam 2025 (CEN 06/2024)
সংস্থাRailway Recruitment Board (RRB)
পরীক্ষার তারিখ৭ আগস্ট – ৯ সেপ্টেম্বর ২০২৫
বিভাগResult
প্রকাশের সম্ভাব্য তারিখনভেম্বর ২০২৫-এর ২য় সপ্তাহ
অফিসিয়াল ওয়েবসাইটwww.rrbcdg.gov.in

Merit List ও Cut Off Marks

এইবারের নিয়োগ প্রক্রিয়ায় মোট ৩৪৪৫টি পদে নিয়োগ হবে। এর মধ্যে রয়েছে Commercial cum Ticket Clerk, Junior Clerk cum Typist, Accounts Clerk cum Typist, এবং Train Clerk পদ।

প্রত্যাশিত কাট-অফ মার্কস (Expected Cut-Off Marks):

শ্রেণিকাট-অফ (মার্কস)
General৬৫–৭০
OBC৭০–৭৫
EWS৬০–৬৫
SC৬০–৬৫
ST৫৫–৬০

বোর্ড জানিয়েছে, প্রথম ধাপের CBT-1 পরীক্ষার ভিত্তিতে Merit List প্রকাশিত হবে। যারা এই তালিকায় নাম পাবেন, তাঁদেরই CBT-2 পরীক্ষায় ডাকা হবে।

কিভাবে দেখবেন RRB NTPC UG Result 2025

  1. আপনার রিজিয়ন অনুযায়ী অফিসিয়াল RRB ওয়েবসাইটে যান (যেমন rrbcdg.gov.in)।
  2. হোমপেজে “RRB NTPC UG CBT 1 Result 2025 (CEN 06/2024)” লিংকে ক্লিক করুন।
  3. রেজিস্ট্রেশন নম্বর ও জন্মতারিখ দিয়ে লগইন করুন।
  4. Scorecard ও Merit List PDF ডাউনলোড করে রাখুন ভবিষ্যতের জন্য।

গুরুত্বপূর্ণ আপডেট

RRB NTPC UG Result 2025 প্রকাশের পরেই CBT-2 পরীক্ষার তারিখ ও অ্যাডমিট কার্ড ডাউনলোড লিংক ঘোষণা করা হবে। ধারণা করা হচ্ছে, CBT-2 পরীক্ষার কল লেটার প্রকাশ হবে পরীক্ষার অন্তত ৪ দিন আগে

👉 তাই প্রার্থীরা এখনই লগইন ডিটেলস প্রস্তুত রাখুন। রেলওয়েতে চাকরির এই সুযোগ হাতছাড়া করবেন না!

এই তথ্যটা কাজে এলে শেয়ার করুন, কমেন্টে জানিয়ে দিন কোন স্টেপে সাহায্য লাগছে, আর নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন। দ্রুত আপডেট পেতে আমাদের WhatsApp গ্রুপে যোগ দিন। স্ক্রিনের ডান দিকে অথবা পোস্টের শুরুতেই জয়েন লিঙ্ক দেখতে পাবেন।

Hello! I’m Akash, a dedicated content writer focused on government schemes and public welfare updates. I specialize in breaking down complex policies into simple, easy-to-understand articles that help people know their eligibility, benefits, and application process. My goal is to make every Sarkari Yojana accessible to all.

You Might Also Like

Leave a Comment

Join WhatsApp Channel