About Us

স্বাগতম NCGS.in-এ — আপনার ভরসার জায়গা যোজনা, স্কলারশিপ, চাকরি আর ট্রেন্ডিং নিউজ–এর সব আপডেটের জন্য।

আমরা বিশ্বাস করি, সঠিক তথ্যই মানুষকে সচেতন করে। তাই আমাদের কাজ হলো আপনাদের কাছে সরকারি প্রকল্প, বৃত্তি, নিয়োগ সংক্রান্ত খবর আর গুরুত্বপূর্ণ ট্রেন্ডিং টপিকস–এর খাঁটি তথ্য পৌঁছে দেওয়া, একদম সহজ বাংলায়।

আমাদের টিম প্রতিদিন খোঁজ রাখে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের নতুন নতুন যোজনা, ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপ, আর চাকরির সুযোগ–এর ওপর। আমরা চেষ্টা করি, যেন প্রতিটি খবর আপনি বুঝতে পারেন সহজভাবে — যোগ্যতা কী, কীভাবে আবেদন করবেন, কবে ডেডলাইন — সব কিছু এক জায়গায়।

NCGS.in একদম স্বাধীন একটা বাংলা তথ্যভিত্তিক ওয়েবসাইট, বানানো হয়েছে সেইসব পাঠকের জন্য যারা গুজব নয়, যাচাই করা তথ্যে বিশ্বাস করেন।

আমাদের লক্ষ্য একটাই — “তথ্য সবার জন্য, বাংলায়, সহজে।”
তাই সঙ্গে থাকুন NCGS.in-এর সঙ্গে, কারণ এখানে আপনি পাবেন যেটা দরকার — সময়মতো, সঠিকভাবে, নিজের ভাষায়। 🇮🇳

Join WhatsApp Channel