pm kisan 21st installment নভেম্বরেই আসছে! ২০০০ টাকা পেতে আগে করুন e-KYC ও জমি যাচাই

pm kisan 21st installment শিগগিরই রিলিজ হতে চলেছে। ২০০০ টাকা পেতে আগে e-KYC ও জমির যাচাই সম্পূর্ণ করতে হবে।

By Akash

Published On:

Follow Us

🕓 1 min read

By Akash

Published On:

🕓 1 min read

Follow Us
Farmer checking PM Kisan 21st installment status online

চাষীদের জন্য বড় আপডেট এসেছে। বহুদিন ধরে অপেক্ষায় থাকা pm kisan 21st installment খুব শিগগিরই রিলিজ হতে পারে। সরকারি সূত্র অনুযায়ী নভেম্বরের মাঝামাঝি সময়ে টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে। গত ২০তম কিস্তি ২ অগাস্টে দেওয়া হয়েছিল। এবার প্রায় ৯.৭ কোটি কৃষক ২০০০ টাকা করে পাবেন।

pm kisan 21st installment কারা পাবেন

এই টাকা পাবেন সেই সমস্ত কৃষক যাদের নাম PM KISAN স্কিমে রেজিস্টার্ড এবং যাদের তথ্য সঠিকভাবে আপডেট রয়েছে। তবে তিনটি জিনিস আপডেট না থাকলে টাকা একেবারেই থেমে যাবে

যে ৩টি জিনিস অবশ্যই করতে হবে:

  1. e-KYC সম্পূর্ণ করা
  2. Aadhaar ও ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করা
  3. জমির রেকর্ড যাচাই ও PM Kisan পোর্টালে আপডেট করা

এই তিনটির মধ্যে কোনো একটি বাদ থাকলে pm kisan 21st installment আপনার অ্যাকাউন্টে যাবে না।

কেন এত যাচাই প্রয়োজন

অনেক জায়গায় দেখা গেছে একই জমিতে একাধিক দাবি বা অপ্রামাণিক অ্যাকাউন্টের সমস্যা। তাই সরকার চাইছে যারা সত্যিই কৃষক ও যোগ্য, তারাই যেন এই সহায়তা পান।

pm kisan 21st installment কবে রিলিজ হবে

যদিও অফিসিয়াল নির্দিষ্ট তারিখ ঘোষণা হয়নি, বিহার বিধানসভা নির্বাচনের গণনা (১৪ নভেম্বর) শেষ হলেই টাকার রিলিজ প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। কিছু বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত রাজ্যে pm kisan 21st installment ইতিমধ্যেই বিশেষভাবে রিলিজ করা হয়েছে।

নিজের নাম লিস্টে আছে কিনা কীভাবে দেখবেন

  1. যান: pmkisan.gov.in
  2. Farmers Corner এ যান
  3. Beneficiary List সিলেক্ট করুন
  4. রাজ্য, জেলা, ব্লক ও গ্রাম বেছে Get Report ক্লিক করুন
  5. লিস্টে আপনার নাম খুঁজে নিন

স্ট্যাটাস চেক করার উপায়

Farmers Corner থেকে Know Your Status এ ক্লিক করে রেজিস্ট্রেশন নম্বর দিয়ে OTP যাচাই করুন। সেখানে দেখা যাবে আপনার e-KYC, Aadhaar LinkingLand Seeding সম্পূর্ণ হয়েছে কিনা।

👉 যদি এখনও e-KYC ও জমি যাচাই না করে থাকেন, আজই করে ফেলুন।
তা না হলে pm kisan 21st installment আপনার অ্যাকাউন্টে আসবে না।

এই তথ্যটা কাজে এলে শেয়ার করুন, কমেন্টে জানিয়ে দিন কোন স্টেপে সাহায্য লাগছে, আর নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন। দ্রুত আপডেট পেতে আমাদের WhatsApp গ্রুপে যোগ দিন। স্ক্রিনের ডান দিকে অথবা পোস্টের শুরুতেই জয়েন লিঙ্ক দেখতে পাবেন।

Hello! I’m Akash, a dedicated content writer focused on government schemes and public welfare updates. I specialize in breaking down complex policies into simple, easy-to-understand articles that help people know their eligibility, benefits, and application process. My goal is to make every Sarkari Yojana accessible to all.

You Might Also Like

Leave a Comment

Join WhatsApp Channel