India Post Recruitment 2025: ড্রাইভার পদে নতুন সুযোগ, ১০ম পাশেই আবেদন করুন, বেতন ₹19,900–63,200

India Post Recruitment 2025 এ স্টাফ কার ড্রাইভার পদে ১০ম পাশদের আবেদন গ্রহণ চলছে, লিখিত ও স্কিল টেস্টের ভিত্তিতে নির্বাচন হবে।

By Akash

Published On:

Follow Us

🕓 1 min read

By Akash

Published On:

🕓 1 min read

Follow Us
India Post Recruitment 2025 Staff Car Driver Job

India Post Recruitment 2025 নিয়ে আবারও এল বড় সুখবর। ইন্ডিয়া পোস্ট এবার স্টাফ কার ড্রাইভার Ordinary Grade পদে নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশ করেছে। যারা ১০ম পাশ করেছেন এবং ড্রাইভিংয়ে অভিজ্ঞ, তাদের জন্য এটি সত্যিই এক চমৎকার সরকারি চাকরির সুযোগ। নির্বাচিত প্রার্থীদের বেতন হবে ₹19,900 থেকে ₹63,200 লেভেল 2 পে স্কেল অনুযায়ী। আবেদন করার শেষ তারিখ ২ জানুয়ারি ২০২৬, তাই দেরি না করে এখনই আবেদন প্রস্তুত করে নেওয়া উচিত।

India Post Recruitment 2025 কী সুযোগ দিচ্ছে

এই নিয়োগটি সম্পূর্ণভাবে ডেপুটেশন বা অ্যাবসর্পশন ভিত্তিতে হবে এবং প্রার্থীদের লিখিত পরীক্ষা ও ড্রাইভিং স্কিল টেস্টের মাধ্যমে নির্বাচন করা হবে। এই পদের জন্য মোট শূন্যপদ মাত্র ১টি, তাই প্রতিযোগিতা কম হলেও যোগ্যতায় কোনও রকম ছাড় নেই।

ইন্ডিয়া পোস্ট জানিয়েছে, ড্রাইভার পদের জন্য প্রার্থীদের অবশ্যই লাইট এবং হেভি দুই ধরনের গাড়ির বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। পাশাপাশি গাড়ির মোটর মেকানিজম সম্পর্কে ধারণা থাকা এবং ছোটখাটো ত্রুটি ঠিক করার দক্ষতা থাকা জরুরি।

যোগ্যতা ও প্রয়োজনীয় শর্ত

India Post Recruitment 2025 অনুযায়ী আবেদন করতে হলে প্রার্থীদের:

• ১০ম শ্রেণি পাশ হতে হবে
• লাইট ও হেভি মোটর ভেহিকল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে

এছাড়া ন্যূনতম ৩ বছরের ড্রাইভিং অভিজ্ঞতা এবং বয়সসীমা ১৮ বছর থেকে সর্বোচ্চ ৫৬ বছর নির্ধারিত হয়েছে। সকল যোগ্যতার প্রমাণপত্র আবেদনপত্রের সাথে জমা দিতে হবে।

India Post Recruitment 2025 আবেদন করার নিয়ম

আবেদন শুধুমাত্র Speed Post বা Registered Post এর মাধ্যমে পাঠাতে হবে। খামে স্পষ্টভাবে লিখতে হবে Application for the post of Staff Car Driver (Direct Recruitment)। আবেদন পাঠাতে হবে এই ঠিকানায়:

The Assistant Director General Admin
Department of Posts, Dak Bhawan
Sansad Marg, New Delhi 110001

ফর্ম জমা দেওয়ার আগে ব্যক্তিগত তথ্য, যোগ্যতার তথ্য এবং ডকুমেন্টগুলি ভালোভাবে যাচাই করা অত্যন্ত জরুরি।

গুরুত্বপূর্ণ তারিখ

এই নিয়োগের আবেদন ইতিমধ্যেই শুরু হয়েছে এবং শেষ তারিখ ২ জানুয়ারি ২০২৬। নির্ধারিত সময়ের পরে পাঠানো আবেদন কোনওভাবেই গ্রহণ করা হবে না।

👉 যোগ্য প্রার্থীদের জন্য India Post Recruitment 2025 সত্যিই একটি স্থায়ী সরকারি চাকরির সুবর্ণ সুযোগ। তাই দেরি না করে এখনই সমস্ত কাগজপত্র প্রস্তুত করে আবেদন করুন।

এই তথ্যটা কাজে এলে শেয়ার করুন, কমেন্টে জানিয়ে দিন কোন স্টেপে সাহায্য লাগছে, আর নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন। দ্রুত আপডেট পেতে আমাদের WhatsApp গ্রুপে যোগ দিন। স্ক্রিনের ডান দিকে অথবা পোস্টের শুরুতেই জয়েন লিঙ্ক দেখতে পাবেন।

Hello! I’m Akash, a dedicated content writer focused on government schemes and public welfare updates. I specialize in breaking down complex policies into simple, easy-to-understand articles that help people know their eligibility, benefits, and application process. My goal is to make every Sarkari Yojana accessible to all.

You Might Also Like

Leave a Comment

Join WhatsApp Channel